আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি ঘটনাটি ঘটে।
আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিতে তিনজন সেনা ছিলেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি লাশ উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার’ খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাছে অংশ নিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তারা আকাশে উজ্জ্বল আলো দেখেছেন।
প্রত্যক্ষদর্শী অরি শুলম্যান বলেছেন, তিনি আকাশে ‘বিশাল আতশবাজির’ মতো এক ধরনের ‘স্ফুলিঙ্গ’ দেখতে পেয়েছেন।
এদিকে এই ঘটনার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ” ট্রাম্প নিজের সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বিমানটি সঠিক লাইনে ছিল। কিন্তু হেলিকপ্টারটি বিমানের দিকে সোজা এগিয়ে যায়। রাতের আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল। বিমানে আলো জ্বলছিল। হেলিকপ্টারটি উপরে উঠে যেতে পারত, নীচে নেমে আসতে পারত কিংবা উল্টো দিকে ঘুরে যেতে পারত। কেন তা করা হল না? কন্ট্রোল টাওয়ার থেকেই বা কেন কপ্টারকে এই সংক্রান্ত সঠিক নির্দেশ দেওয়া হল না?’’