আগেই প্যারিসে পা রেখেছেন মোদী। বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এবার ভাষণ দিলেন ভারত-ফ্রান্স সিইও ফোরামে। সেখানে কী বললেন তিনি?
ভারতে ব্যবসার জন্য আসার এবং বিনিয়োগ করার জন্য এটাই আদর্শ সময়। প্যারিসের ১৪-তম ভারত-ফ্রান্স সিইও ফোরামে ভাষণ দিতে গিয়ে এ ভাবেই সবাইকে ভারতে বিনিয়োগ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কারণে ব্যবসার জন্য ভারতে আসার এটাই সঠিক সময় তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যেই ‘বিকশিত ভারত’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য নিয়েই ভারতে একটি শক্তিশালী ব্যবসা-বান্ধব পরিবেশ এবং ধারাবাহিক নীতি গ্রহণ করা হয়েছে।
ভারত-ফ্রান্স সিইও ফোরামের এই বৈঠককে দুই দেশের ব্যবসায়ীদের সেরা মিলনস্থল বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের ব্যবসায়ীরা একই লক্ষ্য নিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।
ভারত-ফ্রান্স সিইও ফোরামে ভাষণ দিতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত বৈচিত্রপূর্ণ সম্ভারের মধ্যে বিরাট সুযেগ। এই বাজারে রিস্ক নেই বললেই চলে। ব্যাবসায়িক দিক আরও উজ্জ্বল করার জন্য সামগ্রিকভাবে এই পথ আরও সহজ সরল করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি দেখছি যে আপনারা সবাই উদ্ভাবন, সহযোগিতা এবং একীভূত করার মন্ত্র নিয়ে কাজ করছেন। আপনারা শুধু মাত্র সংযোগ তৈরি করছেন না, আপনারা ভারত এবং ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করছেন।’
মঙ্গলবার ভারত-ফ্রান্স সিইও ফোরামে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। দুই দেশের বড় বড় সংস্থার প্রতিনিধিরা ভারত-ফ্রান্স সিইও ফোরামে অংশ নেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে এখানে থাকতে পারা আমার কাছে খুবই আনন্দের। গত ২ বছরে এটা আমাদের ষষ্ঠ সাক্ষাৎ। গত বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ম্যাক্রোঁ।” সফলভাবে এআই অ্যাকশন সম্মেলন আয়োজনের জন্য ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান মোদী।
এরপরই এআই, মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ফলে ভারতে বিনিয়োগে কতটা বদল এসেছে, ভারত-ফ্রান্স সিইও ফোরামে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নেন মোদী। বিদেশি সংস্থাগুলিকে তাদের পণ্য ভারতে উৎপাদনের আহ্বান জানান।
বুধবার তিনি উ্দোধন করেন ভারতের নয়া কনস্যুলেট জেনারেল। বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের শ্রদ্ধা জানান তিনি। অ্যান ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার কোলাবরেশনও এই সফরের অন্যতম এজেন্ডা।
সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা! মেডিক্যাল কলেজে মুসলিমদের পৃথক ভবনের দাবি বিজেপি বিধায়কের
উত্তর প্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক কেতকী সিং ফের বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বালিয়া মেডিকেল কলেজে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি...