পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি রমজানকে সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় গুতেরেস বলেন,
“বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন। এই শুভক্ষণে আমি তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”
গুতেরেস
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, “রমজান হলো পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি কম ভাগ্যবানদের স্মরণ করার একটি সুযোগ। এটি আমাদের মধ্যে সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা জাগ্রত করে।”
গাজার বিপর্যস্ত মানুষদের প্রতি বিশেষ বার্তা
গুতেরেস বিশেষভাবে গাজার জনগণসহ যুদ্ধ ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা উল্লেখ করেন। তিনি বলেন,
“গাজা, সুদান, সাহেলসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যারা বাস্তুচ্যুত ও সহিংসতার মধ্যে রয়েছেন, তাদের জন্য আমার হৃদয়ে বিশেষ স্থান রয়েছে। আমি তাদের পাশে আছি।”
গুতেরেস
সৌদি আরবে রমজান শুরু
এদিকে, সৌদি আরবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।
ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায় পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় আকাশে চোখ রাখবেন বিভিন্ন চাঁদ কমিটি। চাঁদ দেখা গেলে, কাল থেকে উপমহাদেশে শুরু হবে পবিত্র রোযা।
রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের বিশেষ সময়। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন করে, নামাজ আদায় করে এবং দান-খয়রাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে।