টিডিএন বাংলা ডেস্ক: পরতে পরতে নাটক। প্রথমে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার আইআইটি বাবা। সেই ভিডিও ভাইরাল। তারপর তিনি পুলিশকে বললেন `এটা গাঁজা নয় প্রসাদ’। একে নাটক ছাড়া আর কী বলা যায?
জয়পুরে গ্রেফতার করা হলো অভয় সিং ওরফে মহাকুম্ভের IIT বাবাকে। তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে বলে খবর। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ভাইরাল হওয়া এই সন্ন্যাসীর বিরুদ্ধে। যদিও ধরা পড়ার পর IIT বাবার দাবি, ওটা গাঁজা নয়, ভগবানের প্রসাদ।
জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া গাঁজার পরিমাণ কম থাকায় তাঁকে জামিন দিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভাইরাল এই IIT বাবা। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘তিন-চার বার ভুয়ো খবর রটেছে আমার নামে। একবার রটানো হলো আমি আত্মহত্যা করেছি। এখন বলছে আমায় আটক করা হয়েছে। সত্যি হলো, আমি জামিন পেয়ে গিয়েছি। যা পাওয়া গিয়েছে, তার পরিমাণও অত্যন্ত কম।’
প্রয়াগরাজ মহাকুম্ভে IIT বাবা রূপে প্রচারের আলোয় আসেন অভয় সিং। তিনি দাবি করেন, IIT বম্বে থেকে তিনি এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। কিন্তু, তার পর চাকরি এবং জাগতিক মায়া ত্যাগ করে তিনি সন্ন্যাস ধারণ করেন। তবে মস্তিষ্ক বিকৃতির অভিযোগ তুলে মহাকুম্ভের জুনা আখাড়া থেকে তাড়িয়ে দেওয়া হয় এই IIT বাবাকে। নিজের আধ্যাত্মিক গুরুকে গালিগালাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। লখনৌ থেকে ঘুরতে ঘুরতে মহাকুম্ভে এসে স্বঘোষিত সাধু হিসেবে নিজেকে দাবি করেছেন বলেও রটে যায়। জামিনে ছাড়া পাওয়ার পর এখন কিছুটা স্বস্তিতে IIT বাবা।
আমার প্রথম রোজার দিন: স্মৃতির পাতায় অবিস্মরণীয় এক অভিজ্ঞতা
ডঃ নাজিবর রহমান আমার জীবনের প্রথম রোজা যেন এক সোনালি স্মৃতি, যার উজ্জ্বল আভা আজও হৃদয়ে দীপ্তি ছড়ায়। ছোটবেলার রমজান...