বেলডাঙ্গার ঐতিহ্যবাহী গামছার উত্তরীয় পরিয়ে ঐক্যের ছবি ফেমবন্দী করলেন পুরোহি, ইমাম ও প্রশাসনের লোকেরা। মঙ্গলবার বহরমপুরের রবীন্দ্র সদনে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত সভায় কয়েক হাজার ইমাম মুয়াজ্জিন ও পুরোহিত অংশ নিয়েছিলেন। এই সভায় প্রায় সকল বক্তা বলেন, মুর্শিদাবাদ সম্প্রীতির জেলা, ভারত গড়তে বড় ভূমিকা রাখছে।
এদিন বেলডাঙ্গার ঐতিহ্যবাহী গামছার উত্তরীয় পুরোহিতদের পরিয়ে দেন ইমাম নেতারা এবং ইমামদের পরিয়ে দেন পুরোহিতরা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কীভাবে সুখে শান্তিতে মুর্শিদাবাদে বাস করছেন সেই কথা বারবার তুলে ধরেন বক্তারা। অতিরিক্ত জেলা শাসক শামসুর রহমান, সাংসদ আবু তাহের, প্রতীচির সাবির আহমেদ মুর্শিদাবাদের শ্রমিকদের কর্মমুখী উদ্দীপনা সম্পর্কে বলার চেষ্টা করেন। গবেষক সাবির আহমেদ বলেন, মুর্শিদাবাদ থেকে মুসলিম সমাজের সবচেয়ে বেশি ডাক্তার বের হয়। নবাবের জেলা, হাজার দুয়ারি থেকে সরকার প্রতি বছর দুই কোটি টাকা আয় করে কিন্তু ইসলামিক ঐতিহ্য রক্ষায় পদক্ষেপ নেয়না।
বৌদ্ধ নেতা অরুনজ্যোতি ভিক্ষু কলকাতা থেকে এসেছিলেন। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ।
ইমাম নেতা নিজামুদ্দিন বিশ্বাস জানান, রাজ্যের প্রায় সব জেলায় শান্তি ও সম্প্রীতি সভা করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপরূপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল, পুরোহিত সংগঠনের জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী, অশোক মুখার্জি, শিব প্রসাদ ব্যানার্জি, ইমাম সংগঠনের চেয়ারম্যান সাবির আলি ওয়ারসি, জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি বদরুল আলম, শিক্ষক রত্ন মাইনুল ইসলাম, স্বাতী প্রসাদ বন্দোপাধ্যায় প্রমুখ।