একই দিনে একই বিশ্ববিদ্যালয় থেকে দুই পড়ুয়ার মৃত্যু, চাঞ্চল্য

টিডিএন বাংলা ডেস্ক: একইদিনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার হল দুই ছাত্রের মৃতদেহ। এর মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটের কাছ থেকে এবং অন্যজনের দেহ পাওয়া গিয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বিল্ডিংয়ের নিচে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত জেলার রাইয়ের অশোকা বিশ্ববিদ্যালয়ে। দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয়ে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনায় দুঃখপ্রকাশ করে পুলিশকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তেলঙ্গানার বাসিন্দা ২০ বছরের ধ্রুবজ্যোতির দেহ উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এগারো তলায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছে সে। তার রুম থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও ময়নাতদন্তের রিপোর্ট-সহ আরও অন্যান্য তথ্য হাতে পাওয়ার পরেই এই ছাত্রের মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব বলে জানাচ্ছেন তদন্তকারীরা।
অন্যদিকে, ভিগ্নেশ (১৯) বেঙ্গালুরুর বাসিন্দা। শনিবার রাত আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিল এই ছাত্র। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো দুই ছাত্রের পরিবারকেই খবর দেওয়া হয়েছে। তাদের মৃত্যুর তদন্তে নেমেছে রাই থানার পুলিশ। পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে পুলিশি তদন্তে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। রাই থানা সূত্রে খবর, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তাঁদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

Exit mobile version