টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি শপথ গ্রহণের আগেই মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন রেখা গুপ্তা। ২৭ বছর পর দিল্লি বিজয়ের জমকালো উদযাপন রাজধানীতে। প্রতিশ্রুতি রক্ষার কাজ শুরু করে দিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শপথের আগেই তিনি জানিয়ে দিলেন আগামী মাস থেকেই দিল্লি মহিলারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। নির্বাচনী ইস্তেহারে পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ধাঁচে মহিলাদের জন্য এই ভাতার কথা ঘোষণা করেছিল গেরুয়া শিবির। শপথ নিতে যাওয়ার আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা রেখার।
নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রামলীলা ময়দানে দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা শপথবাক্য পাঠ করালেন দিল্লি ক্যাবিনেটের ছয় সদস্যকেও। শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো পরবেশ সাহিব সিং ভার্মা, জনকপুরীর বিধায়ক আশিস সুদ, বিকাশপুরীর বিধায়ক পঙ্কজকুমার সিং প্রাক্তন আপ মন্ত্রী ও কারাওয়াল নগরের বিধায়ক কপিল মিশ্র, বাওয়ানার রবীন্দ্র ইন্দ্রাজ সিং এবং রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিং সিরসা।
শপথ গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করে দেন, আগামী ৮ মার্চ দিল্লির বাসিন্দা সমস্ত মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে মাসিক ভাতার ২৫০০ টাকা। ‘মহিলা সমৃদ্ধি যোজনার’ আওতাতেই এই ভাতা দেওয়া হবে। ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, তাই ওই টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার উদ্যোগ।
একঝাঁক হেভিওয়েটকে পিছনে ফেলে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েই সটান রাজধানীতে মুখ্যমন্ত্রীর কুর্সি-বেশ চমকপ্রদ উত্থান তাঁর। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই দেশজুড়ে চর্চা, কে এই রেখা গুপ্তা? ৫০ বছর বয়সি রেখা ছোট থেকেই আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন। দিল্লি বিজেপির যুবনেত্রী হিসাবেও বেশ পরিচিত রেখা।
২০২৪ সালেই প্রথমবার বিধানসভা নির্বাচনে জেতেন রেখা। ১৯৭৪ সালে হরিয়ানার জিন্দ জেলায় নন্দগড় গ্রামে তাঁর জন্ম। তাঁর বাবা স্টেট ব্যাঙ্কের আধিকারিক ছিলেন। মাত্র দুবছর বয়সে হরিয়ানা ছেড়ে দিল্লিতে চলে আসেন রেখা। রাজধানীতেই পড়াশোনা করেছেন তিনি। প্রথমবার বিধানসভায় পা রেখেই সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বেনিয়া সম্প্রদায়ের এই নেত্রী। এই নিয়ে চতুর্থবার মহিল মুখ্যমন্ত্রী পেল রাজধানী।