মহারাষ্ট্রের জলগাঁও জেলার কোঠালি গ্রামে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত মেলায় কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাডসের নাবালিকা কন্যা ও তাঁর সঙ্গীরা হেনস্তার শিকার হয়েছেন। ঘটনায় মুক্তাইনগর থানায় ‘পকসো’ আইনের বিভিন্ন ধারায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্ত্রী অভিযোগ করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি তাঁর মেয়ে ও তাঁর সঙ্গীরা মেলায় গিয়েছিলেন। সেখানেই কয়েকজন যুবক তাঁদের পিছু নেয়, ধাক্কা দেয় এবং জোর করে ছবি ও ভিডিও তুলতে থাকে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের সঙ্গেও অভব্য আচরণ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রায় ৩০-৪০ জনের একটি দল জড়ো হয়।
এই ঘটনার পর মহারাষ্ট্রের বিরোধী দলগুলো রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া সমালোচনা করেছে। এনসিপি (শারদ পাওয়ার) নেত্রী রোহিণী খাড়সে বলেছেন, “যদি একজন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েই সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।”
পরিস্থিতির চাপে মুখ খুলতে বাধ্য হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানিয়েছেন, “এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। অভিযুক্তরা একটি রাজনৈতিক দলের সদস্য, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনা মহারাষ্ট্রে নারী নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে। সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে ক্ষোভের সুর চড়া হচ্ছে।