১০ বছরে মামলা লড়তে গিয়ে ৪০০ কোটি টাকা ব্যয় করেছে কেন্দ্র: রিপোর্ট

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদির শাসনকালে, গত ১০ বছরে দেশের বিভিন্ন আদালতে মামলা লড়তে গিয়ে কেন্দ্রীয় সরকার ৪০০ কোটি টাকার বেশি খরচ করেছে। ২০২৩-২৪ অর্থবছরে শুধু মামলার খরচই হয়েছে ৬৩ কোটি টাকা, যা ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় প্রায় দ্বিগুণ।

চলতি সংসদ অধিবেশনে লোকসভায় এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে সরকার। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ সাল থেকে মামলা-মোকদ্দমার পেছনে সরকারের ব্যয় ধাপে ধাপে বেড়েছে।

বিশেষ করে ২০১৭-১৮ অর্থবছরে এই খাতে ব্যয় সর্বাধিক বৃদ্ধি পায়। ২০১৫-১৬ সালে যেখানে মামলা সংক্রান্ত ব্যয় ছিল ২৬৮ কোটি টাকা, পরের বছরই তা বেড়ে দাঁড়ায় ৩৭৩.৪৩ কোটি টাকায়।

২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ পর্যন্ত, কেন্দ্রীয় সরকার মামলা-মোকদ্দমা পরিচালনায় প্রায় ৪০০ কোটি টাকার বেশি খরচ করেছে। চলতি বাজেট অধিবেশনে রাজস্ব মন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, সরকারের বিচারাধীন প্রায় ২ লাখ ৭ হাজার মামলার মধ্যে বৃহৎ অংশই অর্থ দপ্তর সম্পর্কিত।

আইনমন্ত্রী জানিয়েছেন, সরকার একটি জাতীয় মামলা-মোকদ্দমা নীতি প্রণয়নের কাজ করছে, যার মাধ্যমে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

এই নীতির চূড়ান্ত খসড়া বিভিন্ন মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি সরকারের মামলা পরিচালনার ব্যয় কমাতে সাহায্য করবে এবং দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলোর দ্রুত সমাধান নিশ্চিত করবে।

Exit mobile version