উত্তর প্রদেশের যোগী সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক ও হিন্দুত্ববাদী নেতা নন্দকিশোর গুজ্জর। শুক্রবার গাজিয়াবাদে সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, অযোধ্যায় জমি লুট থেকে ভুয়ো এনকাউন্টারে মানুষ খুন- সমস্ত কিছুর প্রমাণ তাঁর কাছে রয়েছে।
নন্দকিশোর গুজ্জরের দাবি, স্বাধীনতার পর থেকে উত্তর প্রদেশের বর্তমান সরকারই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। টাকা ছাড়া কোনও কাজ হয় না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি হিন্দুদের দুর্দশার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, ___“হিন্দুদের এর থেকে খারাপ সময় কখনও আসেনি। প্রতিদিন ৫০ হাজার গোরু কাটা হচ্ছে।”
অভিযোগের এখানেই শেষ নয়। বৃহস্পতিবার গাজিয়াবাদে কলস যাত্রার সময় পুলিশের সঙ্গে তাঁর এবং সমর্থকদের ধাক্কাধাক্কি হয়। তাঁর অভিযোগ, পুলিশ তাঁর জামা ছিঁড়ে দিয়েছে। ছেঁড়া জামা পরেই শুক্রবার সাংবাদিক সম্মেলনে আসেন গুজ্জর। তিনি আরও বলেন, __“মুখ্য সচিব জাদু-টোনা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুদ্ধি বেঁধে দিয়েছেন!”
গুজ্জরের দাবি, ২৮ তারিখের পর তিনি লক্ষ্ণৌ গিয়ে মুখ্য সচিবের অফিসের বাইরে প্রাণ ত্যাগ করবেন। পুলিশের কাছে কত গুলি আছে, সেটাও তিনি দেখে নেবেন বলে হুঁশিয়ারি দেন। পুলিশের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, বিধায়কই অসভ্যতা করেছেন।
বিজেপিরই এক বিধায়কের মুখে এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়।