টিডিএন বাংলা ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) জানিয়েছে, গুজরাতে কমেডিয়ান সময় রায়নার শো বাতিল। বিতর্কিত মন্তব্যের জন্য এই শো বাতিল হয়েছে। ভিএইচপি জানিয়েছে, এপ্রিলে শো হওয়ার কথা ছিল। কিন্তু টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। বুক মাই শো – এই প্ল্যাটফর্মে যে টিকিট বিক্রি হচ্ছিল, তা আপাতত বন্ধ রয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
রায়নার শো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য ঘিরে তোলপাড় হয়। সেই মন্তব্য ভাইরাল হতে সময় লাগেনি । ভিএইচপি মুম্বই এবং গুজরাতে পুলিশে একাধিক অভিযোগ দায়ের করেছে। ভিএইচপি –এর এক মুখপাত্র জানিয়েছেন, রায়নার ৪টি শো ছিল। ১৭ এপ্রিল সুরাটে, ১৮ এপ্রিল ভরোদরায়, আহমেদাবেদে ১৯ ও ২০ এপ্রিল ২টি শো।
বিশ্ব হিন্দু পরিষদের দাবি, গুজরাতের জনমানসে রায়না সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই কারণে সব শো বাতিল করে দেওয়া হয়েছে। ভিএইচপি-এর আঞ্চলিক সম্পাদক আশভিন প্যাটেল জানিয়েছেন, আয়োজকরাও এই বিতর্ক সম্পর্কে ওয়াকিবহাল। তাই তাঁরা শো বাতিল করতে দ্বিধা করেননি। মানুষের মধ্যে রাগের প্রতিফলন দেখে আয়োজকরাও রায়নার শো বাতিল করেন। প্যাটেল বলেন, তাঁরা গুজরাতের মানুষের প্রতি কৃতজ্ঞ। কারণ তাঁরা সহিষ্ণুতা দেখিয়েছে।