সম্প্রীতির বার্তা দিচ্ছেন উত্তরপ্রদেশের আজমগড়ের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা গুলাব যাদব। প্রতিবছর রমজানের পবিত্র মাসে তিনি গভীর রাতে সেহরির জন্য গ্রামবাসীদের ডাক দিয়ে তোলেন। শুধু মুসলিম প্রতিবেশীদের জন্যই নয়, এই কাজের মাধ্যমে তিনি সম্প্রীতির এমন এক উদাহরণ তৈরি করেছেন যা সকলের হৃদয় ছুঁয়ে গেছে।
গুলাব যাদব বলেন, “যেখানেই থাকি না কেন, আমি প্রতিবার রমজানের সময়ে গ্রামে চলে আসব সেহরির জন্য ডাক দিতে।” তাঁর এই নিষ্ঠা এবং ভালবাসা দেখে গ্রামবাসীরা মুগ্ধ। মুসলিম এবং হিন্দু, দুই সম্প্রদায়ের মানুষের কাছেই তাঁর ও তাঁর পরিবারের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধাবোধ।
প্রতিবেশী শাফিক বলেন, “সেহরির জন্য গ্রামবাসীদের ডেকে তোলার মতো মহৎ কাজ করেন গুলাব ভাই। তিনি গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখেন যাতে কেউ বাদ না পড়েন। প্রথমে একবার ডেকে তোলেন, তারপর আবার ঘুরে ঘুরে নিশ্চিত করেন সবার খাওয়া হয়েছে কিনা। এর থেকে বেশি পবিত্র আর কী হতে পারে?”
শাফিক আরও বলেন, “যখন গীতা-কোরান ভালোবাসার উপদেশই দেয়, তখন হিন্দু-মুসলিমের মধ্যে কেন অনৈক্য থাকবে?”
গুলাব যাদবের এই উদ্যোগ কেবল সহাবস্থানের এক ঐতিহ্যই নয়, বরং বর্তমান সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন ঘৃণার তরঙ্গ সর্বত্র ছড়িয়ে পড়ছে, তখন এই ছোট্ট গ্রামটিতে সম্প্রীতি আর ভালবাসার গল্প জাগিয়ে তুলেছে ‘ভারত-আত্মা’র প্রকৃত রূপ।
এমন উদাহরণই মনে করিয়ে দেয়, মানবতা ও ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হয়।