পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানালো জামাআতে ইসলামী হিন্দ

পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানালো জামাআতে ইসলামী হিন্দ। সংগঠনটি দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, “আমরা পহেলগাঁওয়ে সংঘটিত এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। নিরপরাধ মানুষের নির্মম মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। নিহতদের প্রতি আমাদের হৃদয়স্পর্শী সমবেদনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। এমন বর্বর কাজের কোনো ন্যায়সঙ্গত কারণ হতে পারে না। এটি সম্পূর্ণ অমানবিক এবং এর সর্বাত্মক ও স্পষ্ট নিন্দা হওয়া উচিত। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

জামায়াতের সভাপতি আরও বলেন, “কোনো রাজনৈতিক, আদর্শগত বা অন্য কোনো কারণেই এ ধরনের বর্বর সহিংসতা ন্যায়সঙ্গত হতে পারে না। এটি একটি অমানবিক কাজ, যা নৈতিকতা ও নীতিশাস্ত্রের সব নিয়মকে লঙ্ঘন করে।”

বিবৃতিতে জামাআতে ইসলামী হিন্দের সভাপতি, রাজ্য ও কেন্দ্র সরকারকে আহ্বান জানান, তারা যেন নিরপেক্ষ, কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে ভুক্তভোগীদের সুবিচার নিশ্চিত করে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোর যথাযথ সুরক্ষা নিশ্চিত করে। পাশাপাশি, তিনি নাগরিক সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান, যাতে উত্তেজনা বৃদ্ধি না পায় এবং নিরপরাধ কোনো গোষ্ঠী নিশানা না হয়।

Exit mobile version