পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজ পবিত্র ‘মাহে রমজান’ উপলক্ষে এক বিশেষ ‘দাওয়াত-এ-ইফতার’ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, পর্যবেক্ষক অম্বা প্রসাদ, পর্যবেক্ষক আসাফ আলি খান, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যসহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

এই ইফতার অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন কংগ্রেস নেতারা। বক্তৃতায় তাঁরা রমজানের মহত্ত্ব, ত্যাগ ও আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।