ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নতুন করে সমীক্ষা পরিচালনার পর ওবিসি তালিকা প্রকাশ করা হলে আর কোনও পক্ষের বিরোধিতা থাকবে না। আগামী তিন মাসের মধ্যে এই সমীক্ষা সম্পন্ন করে রাজ্যকে নতুন তালিকা প্রকাশ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে নির্ধারিত হয়েছে।
রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল শীর্ষ আদালতে জানান, হাই কোর্টের নির্দেশমতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। তাই তিনি ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান। এরপর রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত। বিচারপতি বিআর গবই বলেন, “একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম।”
রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, ওবিসি সংরক্ষণ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার সমাধান করতে নতুন করে সমীক্ষা করা হবে। এই সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে, আদতে রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া ওবিসি সম্প্রদায়গুলি সংরক্ষণের যোগ্য কি না। এর আগে, ৭৭টি ওবিসি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান, নতুন করে সমীক্ষার মাধ্যমে ওবিসি তালিকা নির্ধারণ করা হবে এবং তা তিন মাসের মধ্যেই সম্পন্ন করা হবে।
শীর্ষ আদালত জানিয়েছে, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে।