অন ডিউটি রিলস, ইউনিফর্ম পরে উদ্দাম নাচ, সাসপেন্ড মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর

পেশায় তিনি বিহার পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর। তাঁকে এরকম অশোভনীয় কাজ মানায়? সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো তাঁর নেশা। তাই বলে ইউনিফর্ম পরে এ কাজ; ফেসবুক প্রোফাইলে ১২ হাজারের বেশি ফলোয়ার্সও রয়েছে। কিন্তু অন ডিউটি রিলস বানাতে গিয়েই গন্ডগোলটা বাঁধালেন।

পূর্ব চম্পারন জেলার পাহাড়পুর থানার সাব ইন্সপেক্টর ছিলেন প্রিয়াঙ্কা গুপ্তা। অন ডিউটি রিলস বানানোর অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন এসপি স্বর্ণ প্রভাত।
এবার আসি পুরো ঘটনায়, অভিযুক্তের নাম প্রিয়াঙ্কা গুপ্তা তিনি চম্পারণ জেলার পাহাড়পুর থানার সাব-ইন্সপেক্টর। তিনি ডিউটিতে থাকাকালীন রিলস তৈরি করার সময় তাঁকে দেখে ফেলেন এবং এই দোষেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রিয়াঙ্কা গুপ্তার বরখাস্ত হওয়ার খবর দেন এসপি স্বর্ণ প্রভাত। গত কয়েকদিন ধরেই স্থানীয়রা প্রিয়াঙ্কার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের দাবি প্রায় সময়ই প্রিয়াঙ্কা কাজের সময় সব কাজ ছেড়ে রিলস তৈরিতে ব্যস্ত হয়ে যেতেন। এরপর তিনি ভিডিয়োগুলি আরও সময় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। এমনকি হিন্দি গানের সঙ্গে করা তাঁর কিছু রিলস অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছে।

জনপ্রিয় হওয়া এই রিলসে দেখা গেছে প্রিয়াঙ্কা তাঁর নিজের ইউনিফর্মেই এক গাড়িতে বসে এবং তিনি চশমা পরে আছেন ও তাঁর পাশে টুপি রাখা আছে। আরেকটি রিলসে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘জীবনে সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো কিন্তু কখনও কারোর কাছ থেকে কিছু পাবার আশা কোরো না।’

শুধু গাড়িতে নয়, প্রিয়াঙ্কা ব্যাংক পরিদর্শনের সময়ও রিলস বাজিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল তিনি দাঁড়িয়ে আছেন। এই ছবির ব্যকগ্রাউন্ডে একটি হিন্দি গান বাজতেও শোনা গিয়েছিল। এই ভিডিয়ো ছাড়ার সঙ্গে সঙ্গেই বিহার পুলিস তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাঁকে সাসপেন্ড করা হয়।

Exit mobile version