Source: Supreme Court
টিডিএন বাংলা: নাগরিক সমাজ এতদিন সোচ্চার ছিলেন, এবার ‘স্বেচ্ছাচারী’ বুলডোজারের কড়া সমালোচনা করে বুধবার সুপ্রিম কোর্ট বলেছে, শাসন বিভাগ বিচার বিভাগকে অগ্রাহ্য করতে পারে না এবং অপরাধের দায়ে অভিযুক্ত হওয়ার কারণে জনগণের বাড়িঘর ভেঙে ফেলতে পারে না।
কোনও ব্যক্তি অপরাধের মামলায় অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বুলডোজ়ার দিয়ে তাঁর বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। বুধবার সেই মামলাতেই দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, পুলিশ-প্রশাসন কাউকে ‘দোষী’ সাব্যস্ত করে শাস্তি দিতে পারে না।
বিচারপতি বিআর গভই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এইভাবে ক্ষমতার অপব্যবহার করা চলবে না।
এদিন বিচারপতি গভই বলেন, ‘‘আমরা বাসস্থানের অধিকারের দিকটি গুরুত্ব সহকারে দেখেছি। সংবিধানের ১৯ এবং ২১তম অনুচ্ছেদেও এর উল্লেখ রয়েছে। বাসস্থানের অধিকার একটি মৌলিক অধিকার। এই ধরনের অধিকার থেকে নিরপরাধ মানুষকে বঞ্চিত করা সম্পূর্ণ অসাংবিধানিক।’’
তিনি আরো বলেন, ‘‘এই ভাবে ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া যায় না। কোনও ব্যক্তি বিচার করতে পারেন না, কে দোষী আর কে দোষী নয়। কেউ এ ভাবে আইন হাতে তুলে নিতে পারেন না।’’
সর্বোচ্চ আদালতের প্রশ্ন, ‘‘যদি একজনেরও বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়, তাহলে কর্তৃপক্ষ কীভাবে পুরো পরিবার বা কয়েকটি পরিবারের মাথা থেকে আশ্রয় সরিয়ে নিতে পারে?’’
কোর্ট বলেছে, ‘‘ক্ষমতার অপব্যবহার করে কাজ করলে কর্মকর্তাদের রেহাই দেওয়া যাবে না,’’