উত্তরপ্রদেশে এবার স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে গরুর অবদান। রাজ্যের অর্থনীতি ও সংস্কৃতিতে গরুর ভূমিকা, গবাদি পশুপালন এবং গোরক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার।
খবরে প্রকাশ, রাজ্যের ডেয়ারি ডেভেলপমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্যে মথুরার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটি ও ক্যাটেল রিসার্চ ইনস্টিটিউটকে গরু বিষয়ক সিলেবাস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সিলেবাস প্রস্তুত হলে রাজ্য শিক্ষা দপ্তর সেটিকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করবে।
গরু নিয়ে গবেষণায় গুরুত্ব
এ বিষয়ে রাজ্যের ডেয়ারি দফতরের মন্ত্রী ধর্মপাল সিং জানিয়েছেন, “গরুকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা এবং গরু নিয়ে গবেষণা চালানোর জন্য রাজ্য সরকার উদ্যোগী। গোড়া থেকেই পড়ুয়াদের গরু সম্পর্কে সচেতন করা হলে তা লাভজনক হবে। আপাতত প্রাথমিক স্তরে এ বিষয়ে পঠন-পাঠন শুরু করা হবে।”
মন্ত্রী আরও জানান, দেশি গরুর গোবর ও গোমূত্র নিয়ে গবেষণার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা চাই নবীন প্রজন্ম এ সম্পর্কে সচেতন হোক। রাজ্য সরকার আয়ুর্বেদ সম্পর্কিত গবেষণাকে উৎসাহ দিতে প্রতি লিটার গোমূত্র ৫ টাকায় কিনবে।”
গোরক্ষায় সরকারি উদ্যোগ
যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার গোরক্ষায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। বর্তমানে রাজ্যজুড়ে ৭,৭১৩টি গোরক্ষা কেন্দ্রে ১২.৪৭ লক্ষ গরুকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া, নতুন করে আরও ৫৪৩টি গোরক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৩৭২টি ইতিমধ্যেই চালু হয়েছে।
এই নতুন সিলেবাস বাস্তবায়ন হলে তা উত্তরপ্রদেশের শিক্ষাব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।