দেশজুড়ে অন্দোলন চলছে। বিরোধীরা বলছে, এই আইন সংবিধানের উপর আঘাত। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই অভিযোগ মানতে নারাজ। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি নিয়ে রিট পিটিশন দাখিল করেছেন অনেকেই। জানা গেছে, বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিমকোর্টে দায়ের হওয়া মামলাগুলির শুনানি হবে আগামী ১৬ এপ্রিল। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে।
জানা গেছে, ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ১২টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এইসব মামলায় একতরফা কোনও আদেশ যাতে না আসে, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, ১৬ এপ্রিলের শুনানির তালিকায় ১৩ নম্বরে রয়েছে এই মামলা। মামলাটি দায়ের করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন- এর নেতা ও হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি।
ওয়াইসির সঙ্গে এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলায় অংশ নিয়েছেন আরজেডি সাংসদ মনোজ ঝা, ফৈয়াজ আহমেদ, কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, সমাজকর্মী ইমরান প্রতাপগ্রাহী এবং দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানতউল্লা খান।
এছাড়াও জমিয়তে উলেমা-ই-হিন্দ অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস সহ একাধিক সমাজসেবামূলক ও ধর্মীয় সংগঠন এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছে।
কিন্তু সুপ্রিমকোর্ট কি বিজেপি সরকারের এই আইন বাতিল করবে? মামলার শুনানিকে ঘিরে দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।