এক কথায় ভেতর রোগ পুষে রেখেছিলেন। তার থেকেই বিপদ। হার্ট অ্যাটাক তারপর মৃত্যু। ঘটনাস্থল রেস্টুরেন্ট। ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড়।
হার্ট অ্যাটাকে মৃত্যুর ফের আরও একটি শকিং ভিডিয়ো! ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজসামন্দে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, খেয়েদেয়ে হোটেলে বিল পে করতে করতেই হার্ট অ্যাটাক হয় এক তরুণের। হৃদরোগে আক্রান্ত হয়ে রেস্তরাঁর রিসেপশন কাউন্টারেই লুটিয়ে পড়েন এই তরুণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রেস্তরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যুবকের মর্মান্তিক মৃত্যু!
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবক রেস্তোরাঁর বিল পরিশোধ করার জন্য ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছেন। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে সেখানে রাখা মৌরী থেকে এক চামচ মৌরী তুলে তিনি মুখে দেন। এরপর ক্যাশিয়ার তাঁকে বিলটি দেন। আর বিলটি হাতে নিয়েই তিনি ক্যাশ কাউন্টারের মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি। জানা যায়,আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার ১ মার্চ। মৃতের নাম সচিন গারু। বয়স ২৭ বছর।
উল্লেখ্য, সম্প্রতি দেশে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়ে গিয়েছে। শুধু বয়স্ক নয়, অল্পবয়স্কদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। কয়েকদিনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে স্কুলপড়ুয়া ও একাধিক তরুণ-তরুণীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
দিন কয়েক আগেই, একটি বিয়ের অনুষ্ঠানে নাচার সময়ে মঞ্চে পড়ে যান এক তরুণী। পরিণীতা জৈন নামে ওই তরুণীও হার্ট অ্যাটাকে মারা যান। মধ্যপ্রদেশের বিদিশার ওই অনুষ্ঠানে নাচের সময়ে মঞ্চে পড়ে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। একের পর এক এধরণের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।