ওয়ান ডে ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা দল। আয়ার্ল্যান্ডকে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারালেন তারা। প্রথম ইনিংসে ৪০০ রানের গণ্ডি পার করেছিলেন ভারতের মেয়েরা। এর আগে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই সর্বোচ্চ ৩৭০ রান করেছিলেন স্মৃতি মন্দানারা। এইবার রানের সংখ্যা পেরোল ৪০০। মাত্র ৪৬ ওভারেই এই কৃতিত্ব অর্জন করেন ভারতীয় মহিলারা।
স্মৃতি ও তাঁর ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল সেঞ্চুরি করেন। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতের ৪৩৫ রান চতুর্থ সর্বোচ্চ। মহিলাদের ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ড ৪ উইকেটে ৪৯১ রান করে সবার থেকে উপরে আছে। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউয়িরা এই রান করেছিল।
ভারতীয় দলের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা এবং প্রতিকা রাওয়াল ভারতকে শক্তিশালী শুরু দিয়েছিলেন। এই দুজনের মধ্যে ২৩৩ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। স্মৃতি মন্ধনা ১২টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১৩৫ রান করেন। অপরদিকে, প্রতিকা ২০টি চার এবং ১টি ছক্কা মেরে ১৫৪ রানের ইনিংস খেলেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন প্রতিকা। তবে শুধু ম্যাচের সেরা নয়, সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন প্রতিকা রাওয়াল।
ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড দল মাত্র ১৩১ রানে অল আউট হয়ে যায়। তাদের মধ্যে সারা ফোর্বস ৪১ রান করেন, ওরলা ৩৬ রান করেন। এর বাইরে আর কেউ বড় রান করতে পারেনি। এই সময়ে ভারতের হয়ে দীপ্তি শর্মা বিধ্বংসী বোলিং করেন। তিনি ৮.৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। তনুজা ৯ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। তিতাস, সায়ালি এবং মিন্নু ১টি করে উইকেট শিকার করেন।
মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ৪ উইকেটে ৪৯১ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানেও তারাই। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৫৫ করেছিল নিউজিল্যান্ড। তৃতীয় স্থানও নিউজিল্যান্ডেরই। সেটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৪০-৩। ভারত চতুর্থ স্থানে উঠে এল।