সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে বিশ্বকে তাক লাগাতে চলেছে। মরু দেশে তৈরি হবে আটটি নতুন স্টেডিয়াম, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিওম স্টেডিয়াম, সম্ভাব্য নাম ‘স্কাই স্টেডিয়াম’। একেবারে ভাসমান এই আধুনিক স্টেডিয়াম মাটি থেকে প্রায় ৩৫০ ফুট উঁচুতে তৈরি হবে। প্রায় ৪৬ হাজার দর্শক বসার ব্যবস্থা থাকবে এখানে। নির্মাণে খরচ হবে প্রায় ১ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮৭ কোটি টাকা। নিওম শহরের ‘দ্য লাইন’ নামক বিশাল আয়নাযুক্ত বিল্ডিংয়ের চূড়ায় গড়ে উঠবে এই স্টেডিয়াম। ২০২৭ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০৩২ সালের মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মোট আটটি স্টেডিয়াম তৈরি করতে সৌদি আরবের খরচ হবে প্রায় ২০ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৫২ কোটি টাকা। রিয়াধ, জেদ্দা, আল খোবার, আভা এবং নিওমসহ ১৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সব ম্যাচ। স্টেডিয়ামের বাইরের অংশ সাজানো থাকবে কাচ ও এলইডি দিয়ে, ভেতরের নকশা হবে বাটির মতো। শব্দবিজ্ঞান নির্ভর প্রযুক্তির মাধ্যমে দর্শকরা খেলা উপভোগ করবেন আরও বাস্তব অনুভূতি নিয়ে। পুরো স্টেডিয়ামটি চালিত হবে নবায়নযোগ্য বিদ্যুৎ দ্বারা এবং থাকবে বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থা।
এভাবে সৌদি আরব শুধু বিশ্বকাপ আয়োজনই নয়, বরং ভবিষ্যতের ক্রীড়া স্থাপত্যের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।