টিডিএন বাংলা ডেস্ক: শব্দবিধি মেনে চললে আর বাধা নেই হাইকোর্টের। বর্ধমানে নির্মীয়মাণ সাই কমপ্লেক্স স্টেডিয়ামে সভা করতে পারবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুক্রবার শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় সেই কারণে ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতকে সভায় মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। এর পরেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল আরএসএস-এর পক্ষ থেকে। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
রাজ্যের বক্তব্য ছিল, মাধ্যমিক পরীক্ষার তিনদিন আগে থেকে কোনও লাউড স্পিকার, সাউন্ড বক্স বাজানো যাবে না বলে ২০২২ সালে রাজ্য পরিবেশ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। মোহন ভাগবতের প্রস্তাবিত সভাস্থলের থেকে ৫০০ মিটারের মধ্যে স্কুল রয়েছে। ফলে কোনওভাবেই বক্স বাজিয়ে সভা করার অনুমতি দেওয়া ওই বিজ্ঞপ্তির পরিপন্থী।
মামলাকারীর বক্তব্য ছিল, বর্ধমানে নির্মীয়মাণ সাই কমপ্লেক্সে স্টেডিয়াম তৈরির কাজ একসময়ে শুরু করেছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু এখন সেখানে আর কিছু হয় না। তার একটি কোণায় মঞ্চ বেঁধে এই সভা করা হবে। সেখানে কোনও রকম লাউড স্পিকার বাজবে না বলেও আদালতে জানান মামলাকারী। তিনি আরও জানান, যাবতীয় বিধি মেনে শুধু বক্স থাকবে। রবিবার ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ওই সভা হবে।
দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি সিনহার নির্দেশ, শব্দবিধি মেনে এবং পরীক্ষার্থীদের বাড়িতে পড়াশোনায় বিঘ্ন না ঘটিয়ে সাই কমপ্লেক্সে স্টেডিয়ামের মধ্যে মোহন ভাগবত সভা করতে পারবেন।
তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে পুলিশ অনুমতি দিতে রাজি হয়নি ৷ সভার জায়গাটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ৷ প্রায় ৫০ বিঘা মাঠের একটা ছোট অংশে সভা হবে ৷ এখানে লোকজন থাকে না ৷ কাছাকাছি দু’টি স্কুল আছে ৷ একটা দেড় কিলোমিটার দূরে আরেকটি স্কুল দু’কিলোমিটার দূরে ৷ স্পোর্টিস অথরিটি আগেই সভা করার অনুমতি দিয়েছে ৷ শেষমেশ বিচারপতি অমৃতা সিনহা সভার অনুমতি দেন।
রোজার স্মৃতির পাতায়: মেঘলা দিনের বিভ্রান্তি থেকে ইতিকাফের একান্ত প্রহর
সেলিম রেজা রমজান আসলেই ছোটবেলার রোজার দিনগুলো মনে পড়ে যায়। সেইসব দিন, যখন রোজার অর্থ ছিলো সারাদিন উপোস থেকে মাগরিবের...