মেলায় বিপদ: বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু এক যুবতীর

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা কল্যাণীতে। মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু যুবতীর। আহত আরও তিন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মুসকান মণ্ডল। বয়স ২২ বছর। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত হয়েছেন গ্যাস বেলুন বিক্রেতা বছর বত্রিশের শরিফুল মণ্ডল ও তাঁর ভাই রফিকুল মণ্ডল-সহ আরও এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি শরিফুল। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমসে চিকিৎসাধীন রফিকুল। আরও এক আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতা পিজি হাসপাতালে।পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি করছিল দুজন। তখনই ঘটে বিপত্তি। বাড়ি থেকে মুসকান পরিবারের সঙ্গেই গিয়েছিলেন। ওই গ্যাস বেলুনের সিলিন্ডারের কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বিপত্তি। যদিও ওই সময় লোক কম থাকায় ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে জানাচ্ছে মেলা কর্তৃপক্ষ। ঘটনার পর মেলা বন্ধের নির্দেশ প্রশাসনের। সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিনজনের মধ্যে একজন বেলুন বিক্রেতা এবং তাঁর ভাই রয়েছেন। এছাড়াও রয়েছেন আরও একজন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় রয়েছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্ত করছে কল্যানী থানার পুলিস।

Exit mobile version