সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ! চাঞ্চল্যকর এই অভিযোগে গ্রেপ্তার হলেন অধ্যাপক জোসেফ সোরেন। বর্তমানে তিনি হুগলির খানাকুল রাজা রামমোহন রায় কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক। তিনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের দানগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এদিন রায়গঞ্জ জেলা আদালতে অভিযুক্ত অধ্যাপক একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন। তখনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের হাতে ধরা পড়ার পর মঙ্গলবার তাঁকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে তিনি প্রতারণার ফাঁদ পেতেছিলেন। দীর্ঘদিন ধরে অসংখ্য বেকার যুবক-যুবতী ও তাঁদের পরিবারের কাছ থেকে টাকা তুলতেন এই অধ্যাপক।