আগামী সোমবার, ১৭ মার্চ, ফুরফুরায় এক বিশেষ ইফতার মজলিসে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরায় তাঁর এই সফর রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি, মুখ্যমন্ত্রী ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে বৈঠক করেছিলেন। প্রায় কুড়ি মিনিটের এই সাক্ষাৎকার রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে ওঠে। এবার ইফতার মজলিসে তাঁর উপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এটি হবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা সফর। তাঁর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। জেলা ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই ফুরফুরায় উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন।
সূত্রের খবর, এবারের ইফতার মজলিস কোনও নির্দিষ্ট পীর বা পীরজাদার আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে না। বরং, তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী ফুরফুরার বেশ কয়েকজন পীর ও পীরজাদার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।
হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শামীম আহমেদ জানিয়েছেন, তৃণমূল কর্মীদের মধ্যেও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে উদ্দীপনা তুঙ্গে। ফুরফুরা উন্নয়ন পরিষদকে ঢেলে সাজানোর বিষয়ে পীর ও পীরজাদাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।