মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝিনা: মমতা

প্রশান্ত দাস, টিডিএন বাংলা:

মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝিনা বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদা জেলা সফরে এসে দুষ্কৃতীদের হাতে নিহত বাবলা সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সাথে একান্ত সাক্ষাৎকার করেন তিনি। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে বাবলা সরকারের ঘনিষ্ঠ তৃণমূল সমর্থকরা নরেন্দ্রনাথ তিবারির ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন।

সাক্ষাৎকারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই কেসে আমি এটুকুই বলতে পারি, যে যত বড়ই হোক না কেন, কড়া পদক্ষেপ করা হবে। কতগুলো কথা আমার কানে এসেছে। সেগুলো তদন্তের ব্যাপার। আমি ডিজির সঙ্গেও কথা বলেছি। এসপিকেও বলেছি। আইবি-র যাঁরা আছেন, তাঁদেরও বলেছি।’’

তিনি বলেন, বাবলা আমাদের পুরনো কর্মী দলের সক্রিয় নেতা ছিল, আমি মালদায় এলে দুলাল সরকার রাতেও আমার সাথে দেখা করতো। এমন অনেক ইতিহাস আছে।

তিনি বলেন, ‘‘সাংসদ-বিধায়ক আমরা পাই না। কিন্তু পুরভোটে আমাদের কেউ কেউ জিতে যায়। পুরসভা পাই আমরা। রহস্যটা কী? অনেক রকম খেলা চলে। এই রহস্যটা ভেদ করতে হবে।’’

একান্ত কোলাকুলিতে মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তিনি জানন, এই ঘটনায় প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী দুঃখিত এবং বাকরুদ্ধ, সেই কথাই আজ আমার সাথে আলাপচারিতায় তিনি জানালেন এবং মুখ্যমন্ত্রী আমার স্বামীর খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদের যথাযথ আইনি, শাস্তির ব্যবস্থা করবেন বলে কথা দিলেন। মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমার মনের মনোবল অনেকটাই ভালো হলো।”

Exit mobile version