ঈদ উৎসবের আনন্দের মধ্যেই ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। ভিন রাজ্য থেকে আসা বন্ধুকে স্টেশন থেকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে।
জানা গেছে, ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার সময় আজ সকালে জাতীয় সড়কের ওপর একটি লরি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃত যুবকদের নাম সাবির আলম (২৪), রমজান শেখ (১৯) এবং সাদিকাতুল ইসলাম (২০)। তিনজনেরই বাড়ি মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুরে।
পরিবার সূত্রে জানা গেছে, সাবির আলম পেশায় পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে তিনি কেরলে ছিলেন এবং আসন্ন ঈদ উদযাপনের জন্য তিন দিন আগেই ট্রেনে বাড়ির পথে রওনা দেন। আজ সকালে তাঁর দুই বন্ধু রমজান ও সাদিকাতুল বাইক নিয়ে ফরাক্কা স্টেশন থেকে তাঁকে আনতে যান। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আগে এমন হৃদয়বিদারক ঘটনার কারণে পরিবারসহ এলাকাবাসী ভেঙে পড়েছেন। আনন্দের পরিবেশ মুহূর্তেই বদলে গেছে শোকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, লরিটিকে আটক করার চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।