বৈষম্যের অভিযোগে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও পার্শ্বশিক্ষকদের

“কলেজের শিক্ষকদের মতো আমরাও যেন সমান অধিকার পাই, তাদের মতো মাথা উঁচু করে বাঁচতে পারি”—এই দাবিতে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দাবি জানানো হয় ন্যূনতম বেতন, কাজের নিশ্চয়তা ও মর্যাদার।

অস্থায়ী পার্শ্বশিক্ষকরা জানান, তারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত হন এবং মাত্র তিন থেকে চার হাজার টাকা বেতন পান। অথচ অন্যান্য শিক্ষকদের মতোই সবধরনের দায়িত্ব পালন করতে হয় তাদের। নেই চাকরির স্থায়ীত্ব, যে কোনও সময়ে হারাতে হয় চাকরি। দিনের পর দিন এই অনিশ্চয়তার মধ্যেই কাজ করে চলেছেন তারা।

এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার অন্যান্য কর্মক্ষেত্রে নানান সুবিধা ও নিশ্চয়তা দিলেও পার্শ্বশিক্ষকদের জন্য সেরকম কোনো ব্যবস্থাই নেই বলে অভিযোগ।

সংগঠনের রাজ্য সহসভাপতি তপেশ রাজবংশি বলেন, “যেভাবে কলেজের পার্টটাইম লেকচারারদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে, আমাদেরও তা দিতে হবে। ন্যূনতম সম্মানজনক বেতন দিতে হবে।”

এইসব দাবিকে সামনে রেখে পার্শ্বশিক্ষকরা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করেন এবং একটি স্মারকলিপি জমা দেন কর্তৃপক্ষের কাছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Exit mobile version