টিডিএন বাংলা ডেস্ক: লালু প্রসাদ যাদবের ছেলে ইতিমধ্যে রাজনীতিতে এসেছেন। এবার কি নীতীশ কুমারের ছেলে? বিহারের রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে, খুব দ্রুত হয়তো নীতিশের ছেলে নিশান্ত কুমার বাবার মতো রাজনীতির মাঠে আসবেন।
আরজেডি নেতা তেজস্বী যাদব শনিবার বলেন, ‘নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার রাজনীতিতে যোগ দিলে খুশি হব। কারণ জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-কে তিনি জোটসঙ্গীদের হাত থেকে বাঁচাতে পারেন।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময়ে নীতিশ কুমারের ডিএনএ নিয়ে প্রশ্ন করেছিলেন। এখন তাঁকেই হাইজ্যাক করেছেন মোদী।’ তিনি আরও বলেন, ‘নিশান্ত আমার ভাইয়ের মতো। ওঁ রাজনীতিতে এলে ওঁকে স্বাগত জানাব। গণতন্ত্রে সকলের রাজনীতিতে যোগ দেওয়ার অধিকার রয়েছে। যদি ও সমাজের সেবা করতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওঁর রাজনীতিতে যোগ দেওয়া উচিত। আমার এই নিয়ে কোনও সমস্যা নেই।’
বিহারের রাজনৈতিক মহলের একাংশের দাবি, হয়তো বিধানসভা নির্বাচনের আগেই ৪৭ বছর বয়সী নিশান্ত রাজনীতিতে পা রাখবেন। যদিও এই নিয়ে তিনি বা তাঁর বাবা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।