ইসলামী রীতিতে কবর দেওয়া হোক, মৃত্যুর আগে এমনটাই ইচ্ছা প্রকাশ করলেন বাংলার প্রখ্যাত গায়ক, গীতিকার, অভিনেতা, সাংবাদিক, প্রাক্তন সাংসদ কবীর সুমন। বুধবার নিজের ফেসবুক পোষ্টে রমজানের শুভেচ্ছা জানিয়ে বাংলা খেয়ালের প্রচারক লেখেন,”কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম – আমি আমার দেহ দান করেছি, কোনও ধর্মীয় শেষকৃত্য আমি চাই না।”
এরপরেই তিনি লিখেছেন, “অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।”
তিনি আরো জানিয়েছেন,”আমার এই ঘোষণা বিষয়ে কারুর কোনও মত বা মন্তব্য চাই না।”
শেষে তিনি লেখেন,”সকলের ওপর শান্তি বর্ষিত হোক।”