এক কথায় হাড় হিম করা ঘটনা। কার্যত মা-ই মেয়ের বড় আশ্রয়। এখানে মার ওপর অত্যাচার চালাল মেয়ে, নির্মম অত্যাচার। ভিডিওয় যা দেখে স্তম্ভিত সবাই। এই এক ঘটনা লহমায় নস্যাত্ করে দিয়েছে হরিয়ানার কাণ্ড। একজন মহিলাকে অকথ্য মারছে আর এক মহিলা। এই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়। যদিও স্থান, কাল, পাত্র সম্পর্কে কিছুই জানা যায় না। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে মহিলা তাঁর মাকে নির্দয়ভাবে মারধর করছে। মা বার বার তাকে বাঁধা দিচ্ছে।
অনুরোধ করছে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য়। কিন্তু মেয়ে শুনতে নারাজ। মায়ের পায়ে একের পর এক কামড় দিতে দেখা যায়। যন্ত্রনায় কাতরাচ্ছেন মা। তবুও নিস্তার নেই। এমনকী মাকে গালি দিতেও শোনা যাচ্ছে ভিডিয়োতেও। হরিয়ানভি ভাষায় গালিগালাজের কথা শোনা যাচ্ছে এবং পুরো ঘটনা মোবাইল ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। তবে কেউ সেই ভিডিয়ো শ্যুট করে তা স্পষ্ট নয়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিডিএন বাংলা।
কিন্তু দেখা যাচ্ছে নির্যাতিতাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। ভিডিয়ো ভাইরাল হাওয়ার পরই নেটিজেনরা ওই মহিলার বিরুদ্ধে পুলিসি পদক্ষেপের দাবি করেছেন। একজন ইউজার লিখছেন, কন্যা তার মাকে নির্যাতন করছে। দেখেই আঁতকে উঠছি শাশুড়ি নয়, নিজের মা। অন্য এক ইউজারের মতে, এই ধরনের বিষয়গুলি উদ্বেগজনক হারে বাড়ছে। যেখানে বয়স্ক মায়েদের তাদের নিজের বাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে। অল্প বয়স্ক মহিলারা কোথায় তাদের নিরাপত্তা দেবেন তারাই এই রকমের কাজ করছেন। এক কথায় নিন্দার কোনও ভাষা নেই। কী করবেন নেটিজেনরা, সমালোচনা ছাড়া।