ইতিমধ্যে বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি বিজেপি সরকারের নতুন ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে গেছে। এবার ওয়াকফ (সংশোধনী) আইনকে ‘অসাংবিধানিক এবং বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (AIMPLB)। সোমবার এক বিবৃতিতে বোর্ড জানায়, সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী হওয়ায় তারা এই আইন বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে।
ইতিমধ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত একাধিক আবেদনের শুনানির তালিকা প্রস্তুত করেছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আবেদনও সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।
ওয়াকফ আইনের বিরোধিতায় এর আগেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন জমিয়তে উলামায়ে হিন্দ, AIMIM নেতা ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি, কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ এবং দিল্লির ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা আপ বিধায়ক আমানতুল্লাহ খান-সহ একাধিক ব্যক্তি ও সংগঠন। তাদের আবেদনের জরুরি শুনানির দাবিও আদালত গ্রহণ করেছে।
AIMPLB-র মুখপাত্র সৈয়দ কাশেম রসূল ইলিয়াস বলেন, “ওয়াকফ (সংশোধনী) আইন একটি স্বেচ্ছাচারী, বৈষম্যমূলক ও নেতিবাচক আইন, যা সংবিধানের ২৫ ও ২৬ ধারায় সুনির্দিষ্টভাবে স্বীকৃত মৌলিক অধিকারগুলোর বিরোধী।”
জানা গেছে, আরো বহু সংগঠন মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি অন্দোলনও চলছে।