মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামসেরগঞ্জ, সুতি এলাকার ঘটনা নিয়ে বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই যেখানে যতটুকু প্রয়োজন পুলিশ পদক্ষেপ করেছে। কিন্তু পুলিশের সংযমকে দুর্বলতা হিসাবে দেখবেন না। প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ করবে পুলিশ।’’
শান্তি রক্ষার বার্তা দেওয়ার পাশাপাশি গুজব নিয়েও মানুষকে সতর্ক করেছে পুলিশ। এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমের কথায়, ‘‘গুজব তৈরির কারখানা চালানো হচ্ছে। সবাই সতর্ক থাকুন।’’ তিনি জানিয়েছেন, এ পর্যন্ত মোট ১১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি বলেন, ‘‘কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশকে সহযোগিতা করুন। গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করবেন না।’’
রাজ্য পুলিশের ডিজির হুঁশিয়ারি, ‘‘চরম পর্যায়ে গেলে আমরাও (পুলিশ) কঠোর এবং কঠিনতম পদক্ষেপ করব। গুন্ডামি বরদাস্ত করব না।’’ তাঁর সংযোজন, ‘‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রাণ দেওয়ার প্রয়োজন হলে পুলিশ প্রাণ দেবে। কারণ, সেটা আমাদের কর্তব্য। আর যাঁরা বদমায়েশি করছেন, তাঁরা সাবধান হোন। আগুন এবং মানুষের আবেগ নিয়ে খেলবেন না।’’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের কন্ট্রোল রুম খোলা থাকছে। গন্ডগোল হলে ফোন করে থানায় খবর দিতে পারেন যে কেউ। পুলিশ সামলাবে।
রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীম বলেন, ‘‘সাধারণ মানুষের (মুর্শিদাবাদের) মধ্যে ভয়ভীতির সঞ্চার হয়েছে। এটা সহজে যাওয়ার নয়। এ ক্ষেত্রে পুলিশ এবং সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।’’
পুলিশের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শান্তির বার্তা দেওয়া হয়েছে।