ক্যানসার থেকে সেরে উঠেছেন। এখনও ভালোভাবে সুস্থ নন অভিনেত্রী হিনা খান। এরই মধ্যে তিনি পবিত্র রমযান পালন করছেন।
মুসলিমরা এই সময় অর্থাৎ রমযান মাসে একটা নির্দিষ্ট সময় না খেয়ে পালন করেন। হিনা খান এর ব্যতিক্রম নন। তিনিও রোজা করছেন।
একজন ক্যানসার থেকে সেরে উঠেছেন, চিকিৎসকদের কেউ কেউ রোজা না রেখে শরীরের দিকে নজর দিতে বলছেন। কিন্তু হিনা খান তাঁর সিদ্ধান্তে অনড়। ‘রমযান মুবারক’- এভাবেই রমযানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। হিনা খান সফল ভাবে প্রথম রোযা সম্পন্ন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে দুআ চেয়েছেন।
৭০ বছর ধরে কাজ চলে, গুজরাতের জাহাজের নাবিকেরা তৈরি করেন কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদ
আমরা সকলেই কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের নাম শুনেছি, সেখানে গিয়েছি। কিন্তু মসজিদটির নাম নাখোদা কেন? এর অর্থ কী? কীভাবে তৈরি...