ঢাকায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে কয়েশ নারী মশাল মিছিল করেছেন। বাংলাদেশের গণমাধ্যমের খবর অনুযায়ী স্থানীয় বাসিন্দারাও সংহতি জানিয়ে এতে যোগ দেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর এলাকাবাসীর ব্যানারে লালমাটিয়ায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে’—এমন নানা স্লোগান দেন। স্থানীয়দের অভিযোগ, লালমাটিয়া এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে কিশোর-তরুণরা বিপথগামী হচ্ছে, এমনকি শিশুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদেই তারা এই মশাল মিছিলের আয়োজন করেন।
মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, “প্রকাশ্যে ধূমপান শুধু ধূমপায়ীর ক্ষতি করছে না, অধূমপায়ীদেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা চাই, সারা দেশে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।”
শিক্ষার্থী সুমাইয়া ঐশী বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। ধূমপান ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
স্থানীয় নারী আমেনা ইসলাম বলেন, “নারীরা প্রকাশ্যে ধূমপান করা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে যায় না। এটি ধর্মীয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। যারা প্রকাশ্যে ধূমপান করে এবং সেটিকে বৈধতার দাবি জানায়, তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা বিদেশি সংস্কৃতি চাপিয়ে দিয়ে সমাজকে কলুষিত করতে চায়।”
এ মশাল মিছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তারা সরকারকে ধূমপান ও মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।