টিডিএন বাংলা: দেশের বিভিন্ন এলাকায় মানুষের সম্পত্তিতে বুলডোজার চালানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করলো শতাব্দী প্রাচীন সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে সংগঠনটি জানিয়েছে, আদালতের নির্দেশের পরেই এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আবেদনে বলা হয়েছে, এ ধরনের কোনো স্থায়ী তাৎক্ষণিক ব্যবস্থা না নিতে আদালতকে নির্দেশনা দিতে হবে। সংগঠনটি আরও জানিয়েছে যে, শাস্তি হিসেবে একটি আবাসিক বাড়ি ভেঙে দেওয়া যায় না।
এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী এক বার্তায় মন্তব্য করেছেন, বিভিন্ন রাজ্যে মুসলিমদের সম্পত্তির উপর বুলডোজার চালানোর বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে পৌঁছেছে। আজ শুধু সংখ্যালঘুরাই নয়, দেশের সংবিধান ও গণতন্ত্রও হুমকির মুখে।
সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের বিষয়ে জমিয়ত নেতা মাওলানা মাদানী বলেন, সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিমদের ধ্বংস করার জন্য বুলডোজারের বিপজ্জনক রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে জমিয়ত উলামায়ে হিন্দ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি নিয়ে চিঠিও লিখেছিলেন জমিয়ত নেতৃত্ব।
তবে শুধু জমিয়ত নয়,একাধিক মুসলিম সংগঠন বুলডোজার চালানোর বিরুদ্ধে সরব হয়েছেন। তারা বলছেন, আদালতের নির্দেশ ছাড়া এইভাবে কারও সম্পত্তি নষ্ট করা যায়না।
২০/০৪/২০২২
‘সংখ্যাগুরুদের মর্জিমতোই দেশ চলবে। কাঠমোল্লারা দেশের শত্রু’, বিচারপতি শেখর কুমার যাদবের মন্তব্যে তীব্র বিতর্ক, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের
টিডিএন বাংলা ডেস্ক: এতদিন বিজেপির বিভিন্ন নেতা সাম্প্রদায়িক মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন। এবার খোদ হাইকোর্টের বিচারপতি! ‘সংখ্যাগুরুদের মর্জিমতোই দেশ...