নুরজাহারা স্মৃতি হাই মাদ্রাসার মিনা মঞ্চের শিক্ষার্থীরা আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। দরিদ্র, অসহায় ও বিধবা পরিবারের পাশে দাঁড়িয়ে তারা ইফতার কিট, ঈদ সামগ্রী ও নতুন বস্ত্র বিতরণ করেছে।
শিক্ষার্থীদের সামাজিক প্রশিক্ষণের অংশ হিসেবে এবারের উদ্যোগ ছিল আরও ব্যতিক্রম। শুধু মাদ্রাসার প্রাঙ্গণে নয়, শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার পৌঁছে দিয়েছে। তাদের এই মানবিক কার্যক্রম প্রশংসিত হয়েছে সর্বমহলে।
নুরজাহারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, “আমাদের শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের শিক্ষা দিতেও আমরা গুরুত্ব দিচ্ছি। দরিদ্রদের বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়ে তারা সমাজের প্রকৃত চিত্র বুঝতে পারছে এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হচ্ছে।”
ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে অভিভূত দরিদ্র পরিবারগুলো। একজন উপকারভোগী বলেন, “ঈদের সময় এমন উপহার আমাদের জন্য অনেক বড় আনন্দের বিষয়। শিক্ষার্থীরা বাড়িতে এসে আমাদের হাতে ইফতার ও নতুন পোশাক তুলে দিয়েছে, এতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”
এলাকার মানুষের মতে, মিনা মঞ্চের শিক্ষার্থীদের এই উদ্যোগ কেবল অসহায়দের মুখে হাসি ফোটায়নি, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।