টিডিএন বাংলা ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদ মন্দির অথবা কোনও পবিত্র স্থানে মিস ওয়ার্ল্ড শো করাতে আপত্তি জানিয়েছে। এটাকে তারা সাংস্কৃতিক জিহাদ বলে উল্লেখ করেছে। তাদের আরও দাবি সরকার যেন পবিত্র স্থান যেমন রামাপ্পা মন্দির, ইয়াদগিরিগুত্তা, অনন্তগিরি পর্বত এই সব জায়গায় শো করার আপত্তি জানায় তারা।
তেলেঙ্গানা এবার ৭২ তম শো আয়োজন করত। জুলিয়া মরলি চেয়ারপার্সন এবং সিইও। এই মিস ওয়ার্ল্ডের শো আয়েজন করা হয়েছিল ৪ মে থেকে ৩১ মে।
বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য যুগ্ম সম্পাদক রাবিনুথালা শশীথর বলেন, এটা পবিত্র স্থানের অসম্মান। আমরা কোনও মতেই এটা মানব না।
হায়দরাবাদে মিস ওয়ার্ল্ড
শুরু এবং শেষের অনুষ্ঠান হবে হায়দরাবাদে। গ্র্যান্ড ফিনালে এখানে আয়োজন করা হয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশেষভাবে হেরিটেজ স্থানগুলিকে উল্লেখ করতে চায়। যেমন, রামাপ্পা মন্দির, ইয়ারুগিরিগুত্তা , কাওয়াল টাইগার রিজার্ভ, আমরাবাদ টাইগার রিজার্ভ ইত্যাদি। এখন কী হয় সেটাই দেখার।
রোজার স্মৃতির পাতায়: মেঘলা দিনের বিভ্রান্তি থেকে ইতিকাফের একান্ত প্রহর
সেলিম রেজা রমজান আসলেই ছোটবেলার রোজার দিনগুলো মনে পড়ে যায়। সেইসব দিন, যখন রোজার অর্থ ছিলো সারাদিন উপোস থেকে মাগরিবের...