বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বলেছেন, “ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। যাঁকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে।”
অভিনেতা সইফ আলি খানের বাড়ির ভিতরে অভিনেতার ওপর হামলার ঘটনায় মুম্বাইয়ে তুমুল আলোচনা হচ্ছে। ওই ঘটনায় ধৃতকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে।
সঞ্জয় রাউতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল সইফ আলি খানের ওপর হামলায় অভিযুক্ত বাংলাদেশি সন্দেহভাজন কিনা। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তখন বলেন, ‘কে বলেছে সে বাংলাদেশি? বিজেপির লোকজন? বিজেপির তরফে বলা হচ্ছে, সইফ আলি খানের ওপর যে হামলা হয়েছে তা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।’
এরপর তিনি প্রশ্ন তোলেন, ‘কী আন্তর্জাতিক ষড়যন্ত্র? কী হয়েছে? এক অভিনেতার ওপর হামলা হয়েছে। ছুরি দিয়ে হামলা হয়েছে। তার নেপথ্যের রহস্য কী, তা জানাতে বলুন। সে (অভিযুক্ত) কে, কী? যদি সে বাংলাদেশি হয়.. তাহলে তার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। যদি বাংলাদেশি এখানে এসে থাকে, রোহিঙ্গারা এসে থাকে, তাহলে তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব। ইস্তফা দিন উনি, ওঁর ইস্তফা চাওয়া হোক।”
সঞ্জয় রাউত আরও বলেন, সব বাংলাদেশিকে (ভারত থেকে) বের করে দেয়া উচিত। আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ, মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। ১০ দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলি খানকে। আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন।”
সঞ্জয় রাউতের সাফ বক্তব্য,’বিজেপি নাটক করছে। মুম্বই মহানগর পালিকার নির্বাচন আছে.. তাই লোকজনকে ভয় দেখানো হচ্ছে। মানুষের মনে ভয় তৈরি করছে।’