উত্তর প্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক কেতকী সিং ফের বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বালিয়া মেডিকেল কলেজে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছেন। পাশাপাশি, মুসলিম ছাত্র ও কর্মীদের জন্য পৃথক ভবন নির্মাণেরও দাবি করেছেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, এই মন্তব্য সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার প্রয়াস।
উত্তর প্রদেশের বাঁশডিহ বিধানসভার বিজেপি বিধায়ক কেতকী সিং এক জনসভায় বলেন, “যখন এত টাকা খরচ করা হচ্ছে, তাহলে কেন মুসলমানদের জন্য আলাদা একটি ভবন তৈরি করা হবে না, যাতে আমরাও নিরাপদ বোধ করতে পারি?” তিনি আরও বলেন, হোলি, রাম নবমী এবং দুর্গাপূজার সময় মুসলমানরা সমস্যার সম্মুখীন হন। তাই চিকিৎসার ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
এখানেই থামেননি তিনি। দীপাবলির সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তিনি দাবি করেন, মেডিকেল কলেজে মুসলিমদের জন্য একটি পৃথক শাখা গঠন করা হোক। এমনকি মুসলিমদের মেডিকেল কলেজে প্রবেশ নিষিদ্ধ করার কথাও তিনি বলেন।
কেতকী সিংয়ের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলগুলি কড়া ভাষায় নিন্দা করেছে। তাঁদের অভিযোগ, বিজেপি নেতারা বারবার সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছেন। রাজ্যের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিজেপি নেতৃত্ব এই মন্তব্যকে সমর্থন করবে নাকি এড়িয়ে যাবে?
কেতকী সিংয়ের এই বিতর্কিত মন্তব্য নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। উত্তর প্রদেশ সরকার ও বিজেপির শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রয়েছে সবার।