বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর এনডিএ শরীকদের বেশ কিছু দলে পদত্যাগ শুরু হয়েছে। নীতিশের জেডিইউ থেকে বেশ কিছু মুসলিম পদত্যাগ করেছেন। এবার উত্তর প্রদেশে রাষ্ট্রীয় লোক দল (RLD)-এর সাধারণ সম্পাদক শাহজেব রিজভি পদত্যাগ করেছেন এবং দল ছেড়ে দিয়েছেন। সংসদে ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে দলের সমর্থনের প্রতিবাদে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন।
রিজভি আরএলডি-এর জাতীয় সভাপতি জয়ন্ত চৌধুরীর মোদি সরকারের ওয়াকফ বিলকে সমর্থনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে আরও অনেক নেতা দল ছাড়তে পারেন। রিজভি এখনো তাঁর পরবর্তী পদক্ষেপ ঠিক করেননি এবং সমর্থকদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
রিজভির দাবি, তাঁর সঙ্গে প্রায় ২,০০০ আরএলডি কর্মীও পদত্যাগ করতে পারেন। তিনি জয়ন্ত চৌধুরীর বিরুদ্ধে মুসলিম ভোটারদের আবেগ উপেক্ষা করার অভিযোগ তুলে বলেন, “আজ যদি পশ্চিম উত্তর প্রদেশে আরএলডি-এর ১০ জন বিধায়ক থাকেন, তাহলে মুসলিমদের অবদান অনেক বড়।” তিনি মনে করেন, এই বিল সমর্থন মুসলিম ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল।