ঈদের আগে মানবিক উদ্যোগ, বন্ধুমহলের চক্ষু পরীক্ষা ও যাকাত বিতরণ

আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ। তার আগেই বন্ধুমহলের উদ্যোগে রবিবার নদিয়ার কল্যাণীর ঈশ্বরীপুরে আয়োজিত হয় এক মানবিক কর্মসূচি। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণের পাশাপাশি দুঃস্থ ও অসহায়দের মধ্যে যাকাতের অর্থ বিতরণ করা হয়।

শুধু তাই নয়, পথচারীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে আয়োজিত হয় “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচি। পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যক মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম, বন্ধুমহলের মিনার হোসেন মন্ডল, এবাদত মন্ডল, আব্দুল কয়াল সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস। ঈদের আগে এমন মানবিক আয়োজনকে ঘিরে প্রশংসার জোয়ার দেখা যায় স্থানীয়দের মধ্যে।

Exit mobile version