ওয়াক্ফ সংশোধনী বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনে সংহতি জানাতে পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠনগুলো ১০ই মার্চ, দুপুর ১২টা থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চের ঘোষণা দিয়েছে।
শনিবার শেক্সপিয়ার সরণিতে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় সরকার ওয়াক্ফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক অধিকার খর্ব করতে চাইছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী ১৩ই মার্চ দিল্লির যন্তরমন্তরে এই বিলের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে, তারই অংশ হিসেবে কলকাতায় এই ধর্না মঞ্চ গঠন করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রায় ৫ কোটি মুসলমান যৌথ সংসদীয় কমিটিকে ই-মেইলের মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার তা উপেক্ষা করেছে। অলইন্ডিয়ামুসলিম পার্সোনালল বোর্ড-সহ বিভিন্ন মুসলিম সংগঠন যুক্তি ও প্রমাণ-ভিত্তিক দলিলপত্র জমা দেওয়ার পরও বিলটি লোকসভায় তোলা হয়েছে।
নেতৃত্ব আরও বলেন, “কৃষি আইন পাসের সময়ও কৃষকদের মতামত উপেক্ষা করা হয়েছিল। কিন্তু কৃষকরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে সেই আইন বাতিল করতে বাধ্য করেছিল। মুসলমানদেরও ঐক্যবদ্ধ হয়ে এই বিলের বিরুদ্ধে লড়াই করতে হবে।”