উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুরের তিস্তা পল্লী সংলগ্ন একটি হোটেল থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। মৃত পুলিশকর্মী চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তারক্ষী ছিলেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরের পর সুলতান হোসেন নামে ওই পুলিশকর্মী এক মহিলাকে নিয়ে হোটেলে ওঠেন। হোটেলে ঘর নেওয়ার সময় তিনি ওই মহিলাকে নিজের স্ত্রী পরিচয় দেন। হোটেল মালিক সুদেব দাস জানান, সুলতান তাঁদের পূর্ব পরিচিত ছিলেন। তিনি জানান, আদালতে কাজে এসেছিলেন এবং কাজ শেষের পর কিছুক্ষণ বিশ্রামের জন্য হোটেলের ঘর নেন।
কিন্তু কিছুক্ষণ পরেই ওই মহিলা হোটেলের কর্মীদের খবর দেন যে, সুলতান হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁর বাড়ি মালদায় বলে জানা গেছে। সুলতান হোসেনের মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।