ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করার দাবিতে দেশজুড়ে আজ জুম্মার নামাজে হাতে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ আন্দোলন করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। এই আন্দোলনের অংশ হিসেবে এদিন ফ্রন্টপেজ অ্যাকাডেমি জামা মসজিদে ল’ বোর্ডের সদস্য ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাধারণ নামাজিদের হাতে কালো কাপড় বেঁধে দেন।
বক্তৃতায় মাওলানা কামরুজ্জামান বলেন, “এই বিল প্রত্যাহার করে সকলের ধর্ম পালনের স্বাধীনতা ও ধর্মীয় স্থানের মর্যাদাকে সুরক্ষিত করতে হবে।” তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য এই ধরনের বিলের বিরোধিতা জরুরি, কারণ এটি সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলতে পারে।
এই প্রতিবাদ আন্দোলনে প্রচুর সাধারণ মানুষ অংশ নেন এবং তাদের মধ্যে থেকে অনেকেই জানান যে, তারা নিজেদের ধর্মীয় অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবেন।