আগামী ২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
ফলাফল প্রকাশের দিন প্রথমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করবে পর্ষদ। এরপর পড়ুয়ারা নিজেদের ফলাফল জানতে পারবেন ওয়েবসাইটে লগইন করে কিংবা মেসেজের মাধ্যমে।
এই বছর মোট ৯,৮৪,৮৯৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন।
পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের সময় ও ফলাফল দেখার সুনির্দিষ্ট পদ্ধতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।