ওয়াকফ বিলের বিরুদ্ধে মুখর হলো মুর্শিদাবাদ জেলার বহরমপুর। টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত হল এক বিশাল বিক্ষোভ সভা, যেখানে কাতারে কাতারে মুসলিম সম্প্রদায়ের মানুষ যোগ দেন। বিক্ষোভে মুখরিত হয় “ওয়াকফ বিরোধী বিল প্রত্যাহার করো” ধ্বনিতে।
এই সভায় উপস্থিত ছিলেন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাঁদের মধ্যে ছিল বিশাল সংখ্যক নারী-পুরুষ, যাঁরা শান্তিপূর্ণভাবে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর নিজে উপস্থিত ছিলেন। তিনি আগেই নিজের অফিস থেকে বার্তা পাঠিয়ে আবেদন জানান, যেন কেউ জঙ্গিপুরের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি না ঘটায় এবং প্রতিবাদ যেন শান্তিপূর্ণভাবেই হয়।
এদিকে বহরমপুর পৌরসভার পুরপ্রধান নাড়ুগোপাল মুখার্জি মিছিলের রাস্তায় যাতে যান চলাচলের সমস্যা না হয়, তা নিশ্চিত করতে নিজেই রাস্তায় নেমে আসেন এবং পথনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর এই মানবিক ও দায়িত্ববান ভূমিকাও ধরা পড়ে আমাদের ক্যামেরায়।
এই শান্তিপূর্ণ প্রতিবাদসভা ও প্রশাসনের সমন্বয় প্রদর্শন করল গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্মীয় অধিকারের প্রতি মানুষের সচেতনতা ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।