টিডিএন বাংলা ডেস্ক : আবার সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কয়েকজন বিজেপি বিধায়ক। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেন।
অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, “বিরোধী দলনেতা-সহ (বিধানসভার) আরও কয়েক জন সদস্য আজ যে আচরণ করেছেন, যে ভাবে সরকারি কাগজগুলি ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুড়ে ফেলেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এই মর্মে আজ একটি প্রস্তাব আনেন নির্মল ঘোষ। তাঁর বক্তব্য, ওই আচরণের জন্য আগামী ৩০ দিন বা অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক।”
সাসপেন্ড হওয়ার পর সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা হিন্দুদের ভোটে জিতে বিধায়ক হয়েছি। সেই হিন্দুদের হয়ে সোচ্চার হওয়ায় সাসপেন্ড হয়ে আমরা গর্বিত। এই সরকার মোল্লাদের সরকার। এই সরকার মুসলমানদের সরকার। এই সরকার হিন্দু বিরোধী সরকার।’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশনের পর এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে বিজেপি। রাজ্য বিধানসভার সামনে দাঁড়িয়ে সেকথা স্পষ্ট করে দিলেন শুভেন্দু।
তিনি জানান, এর পর থেকে সাসপেনশনের মেয়াদ পর্যন্ত যতদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী হাজির থাকবেন ততদিন বিধানসভার গেটে বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা। এমনকী সাসপেনশন চলাকালীন বিধানসভার ভাতা নেবেন না বলেও ঘোষণা করেন শুভেন্দু।