পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে বহরমপুরের হোটেল সঞ্জয় রিজেন্সিতে এক মহতী ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২২ মার্চ, শনিবার বিকেল তিনটে থেকে সভার কার্যক্রম শুরু হয়।
সভার সূচনা বক্তব্যে মঞ্চের সভাপতি ডা. মীর হাসনাত স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলমান সমাজের ক্রমান্বয়ে পিছিয়ে পড়ার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দল মুসলিম সমাজের সার্বিক উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা সাচার কমিটির রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত।
সভায় উপস্থিত বিশিষ্ট বক্তারা বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুসলমান সমাজের করণীয় সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেন। বক্তারা একমত হন যে, রাজনৈতিক ক্ষমতা অর্জন ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই রাজনৈতিকভাবে সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের একত্রিত হয়ে পিছিয়ে পড়া সমাজের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। ওবিসি সংরক্ষণ পুনরুদ্ধার এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সরকারের ওপর চাপ সৃষ্টি করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, দেশের শাসন ক্ষমতায় সাম্প্রদায়িক শক্তি বিরাজ করছে, যা রুখতে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষায় সক্রিয় আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। বক্তারা আশা প্রকাশ করেন, এখনও দেশের অধিকাংশ মানুষ ধর্মনিরপেক্ষ মূল্যবোধে বিশ্বাসী। তাই সবাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে ওয়াকফ বিলের মতো বিভেদমূলক বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ন কবীর। তিনি তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি জনপ্রতিনিধিদের ব্যক্তি স্বার্থ পরিত্যাগ করে পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতারের পর নামাজ আদায় ও সকলের মঙ্গলের জন্য দোয়া করা হয়। রাতের খাবারেরও বিশেষ ব্যবস্থা ছিল। ঘৃণা নয়, ভালোবাসার মাধ্যমে সবাইকে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়ে এই মহতী ইফতার মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি হয়।